নাটোরে বিচারপ্রার্থীকে মারধর করলেন আইনজীবীরা

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে তিন মক্কেলকে পেটানোর অভিযোগ উঠেছে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নাটোর আইনজীবী সমিতির নতুন ভবনে এ ঘটনা ঘটে।

আইনজীবীদের হাতে বিচারপ্রার্থীর এমন নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, বেশ কিছু আইনজীবী ও তাদের সহকারীরা তিনজন বিচারপ্রার্থীকে বেধড়ক মারপিট করছেন। লাঠি হাতেও মারধর করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালপুরের পারিবারিক জমিজমা নিয়ে মামলার জেরে দুলাভাই আব্দুর রাজ্জাক এবং তার তিন শ্যালক লালন, লিমন ও লিখনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুলাভাইকে ধাক্কা দেন তার শ্যালকেরা। পরে রাজ্জাক তার আইনজীবী শাহ মখদুম রূপশকে জানান, তাকে মারধর করা হয়েছে।

ঘটনার একপর্যায়ে লালন, লিমন ও লিখনকে জিজ্ঞাসাবাদ করতে যান দুলাভাইয়ের আইনজীবী। এসময় তার সাথে তর্কে জড়ান অভিযুক্তরা। তর্কের এক পর্যায়ে তাদেরকে লাঠি দিয়ে মারধর করে অন্যান্য আইনজীবী ও তাদের সহকারীরা। পরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়।

এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি মিজানুর রহমান।

এএস/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply