বিশ্ব মানবাধিকার দিবসে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইস্তাম্বুলের হায়া সোফিয়া মসজিদের সামনে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা জড়ো হয়। ছবি: আল জাজিরা।
বিশ্ব মানবাধিকার দিবসে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সারা বিশ্বের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে হাজারো বিক্ষোভকারীরা। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
রবিবার (১০ ডিসেম্বর) ইস্তাম্বুল, কোপেনহেগেন, হেগ, তিউনিস, মেলবোর্ন, টোকিও, বেলগ্রেড, সারাজেভো, করাচি, সানা, রাবাত এবং অন্যান্য স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। ১৯৫০ সালে এই দিনটিকে ঘোষণা করা হয় বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে। তবে ৭৩ বছর পেরিয়ে গেলেও বিশ্বের বিভিন্ন স্থানে এখনও পদদলিত মানবাধিকার। যার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন।
দুই মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে ১৮ হাজার ছাড়ালো প্রাণহানি। চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫০ হাজারের কাছাকাছি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
ফিলিস্তিনের ব্যানার নিয়ে বেয়াজিত চত্বরে সমাবেশ করে বিক্ষোভকারীরা। হায়া সোফিয়া মসজিদে মিছিল শেষে কোরআন তেলাওয়াত এবং পরে দোয়া করা হয়।
এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে পশ্চিম বলকানের রাজধানীতেও হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে প্রধান সরকারি ভবনের সামনে একটি বিক্ষোভে ফিলিস্তিনি ও সার্বিয়ান পতাকা ওড়ানো হয়। ব্যানার এবং প্ল্যাকার্ডে “এখনই যুদ্ধবিরতি” এবং ইসরায়েলকে “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার” দাবি জানানো হয়।
Leave a reply