ইরানের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

|

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ইরানের একটি তেল শোধনাগারে। স্থানীয় সময় রোববার (১০ ডিসেম্বর)
ইরানের খোরাসান প্রদেশের বিশেষ অর্থনৈতিক এলাকার একটি শোধনাগারে হয় এ ঘটনা। এতে আগুনে পুড়ে গেছে তেল সংরক্ষণের ১৮টি ড্রাম। খবর রয়টার্সের।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে হয় এই ঘটনা। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথেই শোধনাগারে পরপর দু’টি বিস্ফোরণ ঘটে। অব্যশ এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্যেও।

দেশটির একটি সংবাদ সংস্থা জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে কমপক্ষে দেড় মিলিয়ন লিটার জ্বালানি নষ্ট হয়েছে। এদিকে আগুনের সূত্রপাত কীভাবে তাও নিশ্চিত হওয়া যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply