লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ কমপক্ষে ৬১ অভিবাসনপ্রত্যাশী

|

লিবিয়ার উপকূলে 'ডক্টরস উইদাউট বর্ডার' পরিচালিত একটি জাহাজের ক্রু সদস্যদের সাহায্যে একদল অভিবাসীদের উদ্ধার করার একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ কমপক্ষে ৬১ অভিবাসনপ্রত্যাশী। এ ঘটনায় বেশ কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছেন বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম। রোববার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার, লিবিয়ার জুয়ারা এলাকা থেকে ৮৬ জন যাত্রী নিয়ে রওয়ানা দেয় নৌকাটি। পরে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নৌযানটি। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

জানা গেছে, দুর্ঘটনা কবলিত নৌকাটির যাত্রীরা নাইজেরিয়া, গাম্বিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের জন্য জনপ্রিয় রুট লিবিয়া। চলতি বছরই এই পথে ২২শ’ মানুষ প্রাণ হারান।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply