বিএনপি কখনও আওয়ামী লীগকে উৎখাত করতে পারবে না: প্রধানমন্ত্রী

|

আওয়ামী লীগ শত প্রতিকূলতার মধ্য দিয়েও এগিয়ে চলে, আঘাত আসলে জনগণের হয়ে লড়াই করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি আওয়ামী লীগকে কোনোদিন উৎখাত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৭ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন ভয় পায় বলেই ভোট বানচাল করতে চায়। জনগণই নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসবে। অগ্নি সন্ত্রাস আর খুন করে মানুষের মন জয় করা যায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ভোট চুরির অপরাধ মাথায় নিয়ে খালেদা জিয়া বিদায় নেয়। অবাক লাগে, আজ সেই বিএনপি জনগণের অধিকারের কথা বলে।

তিনি আরও বলেন, বিএনপি দেশে শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চিল অস্ত্রের ঝনঝনানি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তারা কিছু করেনি। তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করে গিয়েছিল।

আওয়ামী লীগ সবসময়ই ফিলিস্তিনের পক্ষে উল্লেখ করে প্রথানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় হেবরনে একটি মসজিদে ইসরায়েল হামলা করে ৬০ জন মুসল্লিকে হত্যা করে। সে সময় আমরা বিবৃতি দিয়ে প্রতিবাদ করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে পার্লামেন্টে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বিএনপি নিজেরাও প্রতিবাদ করেনি, আমাদেরও করতে দেয়নি। সেই দিন আমরা পার্লামেন্ট থেকে বের হয়ে যাই এবং পরে পদত্যাগ করি। আর আজ আবারও ফিলিস্তিনিদের ওপর অত্যাচার হচ্ছে। আমরা সেটি নিয়ে বিবৃতি দিয়েছি, বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনাও করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নীতি নিয়ে চলে। আমরা সবসময় নির্যাতিত মানুষের পক্ষে। অথচ বিএনপি দলটির কোনো মাথা নেই। আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। সেই ডিজিটাল বাংলাদেশের সুবিধা তারা খুব ভালোভাবে নিচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply