স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:
পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ৩৬০ টন পেঁয়াজ ভারত থেকে এসেছে। গতকাল রোববার ও আজ সোমবার (১৮ ডিসেম্বর) ১৮টি ট্রাকে এসব পেঁয়াজ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম। বলেন, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত। তবে এর আগে যে এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে বন্দরে প্রবেশ করছে। গতকাল ১০ ট্রাকে ২০০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। আজ দুপুর পর্যন্ত ৮টি ট্রাকে আরও ১৬০ টন পেঁয়াজ এসেছে। ট্রাকগুলো ভারতের মহদিপুর বন্দরে আটকা ছিল।
এরআগে, গত ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়া হয়।
ভারত রফতানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই সারা দেশে হু হু করে বেড়ে যায় দাম। পরবর্তীতে, চীন ও পাকিস্তান থেকে আমদানি করা হয় ২২৬ টন পেঁয়াজ।
এএস/
Leave a reply