বেনাপোল বন্দরে ১৫ কোটি টাকা মূল্যের ফেব্রিকস জব্দ

|

ফাইল ছবি

বেনাপোল (যশোর) করেসপডেন্ট:

বেনাপোল বন্দরের ২৯ নাম্বার শেডে ৮ ট্রাক ফেব্রিকস জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এগুলো জব্দ করা হয়। ফেব্রিকগুলোর আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

জানা গেছে, সিনথেটিক ফেব্রিকস আমদানির অনুমোদন নিয়ে শার্টিং ফেব্রিকস,চিনাউল ফেব্রিকস ও ভেলভেট ফেব্রিকস আমদানি করা হয়। এছাড়াও ভারত থেকে আনা এসব পণ্য ওয়েইং স্কেলে ৬ টন বেশি দেখায়। তবে বন্দরের কর্মকর্তা সন্দিপ রায় প্রিন্ট দেয়ার সময় অতিরিক্ত পণ্যের বিষয়টি উল্লেখ নেই। সেখানে পণ্যের মাপ সঠিক বলে স্লিপ প্রিন্ট করা হয়। এসব অনিয়মের অভিযোগে সেগুলো জব্দ করা হয়।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্যগুলো ভারতীয় ট্রাক থেকে বন্দরের শেডে নামনো হয়েছে। পরীক্ষণ শেষে ঠিক থাকলে পণ্য দ্রুত ছাড় দেয়া হবে। তবে অনিয়ম থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply