জামালপুর করেসপন্ডেন্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান পেয়েছেন ঈগল প্রতীক।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জামালপুরের ৫টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় তাকে দেয়া হয় ঈগল মার্কা।
ডা. মুরাদের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: শফিউর রহমানের কাছ থেকে প্রতীক নেন তার সহযোগী সাখাওয়াত হোসেন মুকুল। প্রতীক বরাদ্দের পরই সরিষাবাড়ীতে আনন্দ উল্লাস করেন তার কর্মী-সমর্থকরা।
জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান তালুকদারের ছেলে ডা. মুরাদ হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দুইবার। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য আর তথ্য মন্ত্রণালয়ে।
প্রতিমন্ত্রী থাকার সময় চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে একটি ফোনালাপ ফাঁস হলে মন্ত্রীত্ব ছাড়তে হয় তাকে। এবার সেই মাহিও রাজশাহী-১ থেকে স্বতন্ত্র হিসেবে ভোট করছেন। তার মার্কা ট্রাক।
এমএমএইচ/
Leave a reply