চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে শক্ত প্রতিপক্ষ পেলো বার্সা- রিয়াল

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র’তে তুলনামুলক শক্ত প্রতিপক্ষ পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ওঠা বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি। অন্যদিকে, ইউরোপ সেরার এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে জার্মান ক্লাব আরবি লাইজিগের বিপক্ষে মাঠে নামবে।

চ্যাম্পিয়নস লিগ ২০২৩-২৪ মৌসুমের শেষ ষোলোর ড্র, বরাবরের মতো ভেন্যু সুইজারল্যান্ডের নিওন। দ্বিতীয় রাউন্ডে কে কার বিরুদ্ধে খেলবে, ইউরোপের সেরা ১৬ ক্লাবের ভাগ্য নির্ধারণের সেই লটারি। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন উয়েফার উপ-মহাসচিব জর্জিও মার্কেত্তি ও কিংবদন্তি চেলসি ডিফেন্ডার জন টেরি, যার রয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতি।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যানচেস্টার সিটি বর্তমান চ্যাম্পিয়ন। পেপ গার্দিওলার ভাগ্যে জুটেছে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেন। তাই ২য় রাউন্ডে সহজ জয়ের চিন্তা করতেই পারে সিটিজেন ভক্তরা। আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল পেয়েছে পর্তুগিজ জায়ান্ট পোর্তোকে। ইংলিশ লিগ লিডারদের তাই কঠিন সময়ই যাবে ২য় রাউন্ডে।

চার স্প্যানিশ ক্লাবের কেউই আপাতত সহজ কোনো প্রতিপক্ষ পায়নি! রিয়াল মাদ্রিদকে খেলতে হবে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে। বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট নাপোলি। অ্যাটলেটিকো মাদ্রিদকে খেলবে গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলানের বিপক্ষে। আর রিয়াল সোসিয়েদাদকে লড়তে হবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি’র বিপক্ষে। আপাতত দৃষ্টিতে এমবাপ্পের দলের শেষ আটে যাওয়ার সুযোগ অনেক বেশি।

দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডকেও খুব বেশি শক্তিশালী দলের মোকাবেলা করতে হচ্ছে না! বায়ার্নের প্রতিপক্ষ ইতালির লাজিও, আর বরুশিয়াকে খেলতে হবে ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে।

শেষ ষোলোর ড্র:

এফসি পোর্তো – আর্সেনাল

নাপোলি – বার্সেলোনা

পিএসজি – রিয়াল সোসিয়েদাদ

ইন্টার মিলান – অ্যাটলেটিকো মাদ্রিদ

পিএসভি – বরুশিয়া ডর্টমুন্ড

কোপেনহেগেন – ম্যানচেস্টার সিটি

আরবি লাইপজিগ – রিয়াল মাদ্রিদ

লাজিও – বায়ার্ন মিউনিখ

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply