আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় এই ঐতিহাসিক রুল জারি করেছেন কলোরাডো সুপ্রিম কোর্ট। দেশটির ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এমন কোনো সিদ্ধান্ত দিলেন।
আদালতে রুলের পক্ষে অবস্থান নিয়েছেন চার বিচারক, বিপক্ষে তিনজন। তবে ৪ জানুয়ারির আগে এটি কার্যকর হবে না। যদিও এই রুলের বিরোধীতা করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কর্টে আবেদনের সুযোগ রয়েছে। তবে এ ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে।
/এআই
Leave a reply