ভোট না দিলে সেলফি তুলবো না: নির্বাচনী প্রচারণায় সাকিব

|

মাগুরা-১ আসনে নৌকার বৈঠা এবার অল রাউন্ডার সাকিব আল হাসানের হাতে। এরই মধ্যে গণসংযোগ শুরু করেছেন এই ক্রিকেট তারকা। শনিবারও (২৩ ডিসেম্বর) নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালান সাকিব। সেখানে এক পর্যায়ে উপস্থিত সাধারণ মানুষদের লক্ষ্য করে তিনি বলেন, নৌকায় ভোট না দিলে সেলফি তুলবো না।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার মাগুরা সদরে পথসভার আয়োজন করা হয়। সেখানে সাকিব বলেন, তোমরা আগে বলো ভোট দেবে কিনা? ভোট না দিলে সেলফি তুলে লাভ নেই। এ সময় উপস্থিত জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

সাকিব বলেন, আমি খেলাধুলার মানুষ, ক্রিকেট খেলি। তবে অন্যান্য খেলাও আপনাদের সাথে খেলতে পারবো। আর সেই সুযোগ করে দেয়ার জন্য আপনারা ৭ জানুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

এ সময় উপস্থিত শিশুদের উদ্দেশ করে সাকিব বলেন, এই জেলার যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের বাবা-মা, ভাইবোন সবাই যাতে ভোটকেন্দ্রে যায়। ভোটকেন্দ্রে না গেলে আমি আর সেলফি তুলতে আসবো না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply