সন-রিচার্লিসনে স্বস্তির জয় টটেনহ্যামের

|

গোল করছেন রিচার্লিসন। ছবি: সংগৃহীত

অনেক দিন গোলখরায় ভুগছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। নিউক্যাসলের বিপক্ষে জোড়া গোল পাওয়ার পর নটিংহ্যামের বিপক্ষেও করেছিলেন গোল। এদিন নিজের সাবেক ক্লাব এভারটনের বিপক্ষেও বল জালে পাঠালেন রিচার্লিসন। সেই সাথে এভারটনকে ২-১ গোলে হারিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম।

রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে এভারটনকে আতিথ্য দেয় টটেনহ্যাম। ম্যাচের ৯ মিনিটে রিচার্লিসনের গোলে লিড নেয় স্পার্সরা। ১৮ মিনিটে অধিনায়ক সন হিয়ুন-মিনের গোলে ব্যবধান দ্বিগুন করে টটেনহ্যাম।

বিরতির পর ৫১ মিনিটে কালভার্ট লুইন গোল দিয়েছিলো টটেনহ্যামের জালে। কিন্তু বিল্ডআপে ফাউল হওয়ায় গোল বাতিল করতে হয় (ভিএআর)। ৮২ মিনিটে এভারটন এক গোল শোধ দিলে ২-১ এ ম্যাচ জেতে টটেনহ্যাম।

এই জয়ে সিটিকে টপকে চার নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম। ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ম্যান সিটির পয়েন্ট ৩৪।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply