দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা) আসনে জমজমাট প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। এই আসনে প্রার্থী রয়েছেন মোট সাত জন। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ছে লাঙ্গল প্রতীকের গণসংযোগ, প্রচারণা আর উঠান বৈঠক।
জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল। দলটি থেকে ঢাকা-১ আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম।
সরেজমিনে দেখা গেছে, নবাবগঞ্জ উপজেলার বেশিরভাগ ইউনিয়নে উঠান বৈঠক করেছেন তিনি। এমন সব এলাকায় গেছেন, যেখানে এর আগে কোন প্রার্থী যায়নি কখনোই। সশরীরে গিয়েও কোনোদিন খোঁজ খবর নেননি। তবে সালমা ইসলাম সশরীরেই চালাচ্ছেন প্রচারণা।
গত নির্বাচনে যারা ভোট দিতে পারেনি, তাদের ভোটকেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলছেন সালমা ইসলাম। প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান বদলের। দোহার-নবাবগঞ্জ দুই উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ করে তুলতে চান বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া আরও আশ্বাস দিয়েছেন, নির্বাচিত হলে, সবার আগে গ্যাস সংযোগের ব্যবস্থা করবেন।
প্রসঙ্গত, রোববার (২৪ ডিসেম্বর) সারাদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে লিফলেট বিতরণ করবেন এই লাঙ্গলের প্রার্থী।
/এমএইচ
Leave a reply