আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৭ জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোবাবর (২৪ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা-২ এর অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠি পাঠানো জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখানে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি, ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। সারাদেশে প্রতিদিনই নিজ নিজ এলাকায় গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুনছেন তাদের সমস্যার কথা, বিজয়ী হলে সেসব সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। সেই সাথে নিজেদের প্রতীকে ভোটারদের কাছে ভোটও প্রার্থনা করছেন প্রার্থীরা।
প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এসজেড/
Leave a reply