ইউক্রেনে রুশ হামলা অব্যাহত, প্রাণ গেলো ৪ বেসামরিকের

|

ছবি: চায়না সেন্ট্রাল টেলিভিশন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। খেরসনে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয় জন। খবর চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি)।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শনিবার (২৩ ডিসেম্বর) রাতভর গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালায় রুশ সেনারা। গত দুদিনে অঞ্চলটি ৮৮বার হামলার শিকার হয়েছে। এ ঘটনায় দেশটির কুরাখোভো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে, রাশিয়ার ছোড়া ১৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এসব ড্রোনগুলো আজভ সাগরের পূর্ব উপকূল থেকে ছোড়া হয়। ড্রোনগুলোর লক্ষ্যবস্তু ছিল মাইকোলাইভ, জাপোরিঝিয়া, নিপ্রোসহ ৫টি অঞ্চল। এক বছর আগে নিপ্রো নদীর পশ্চিম তীরের ঘাঁটিগুলো ছেড়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply