সাকিবকে সতর্ক করে ইসির চিঠি

|

ফাইল ছবি

নির্বাচনী প্রচারে যেখানেই অনিয়ম মিলছে, সেখানেই চিঠি দিয়ে সতর্ক করছে নির্বাচন কমিশন। এবার সেই চিঠি পেলেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে লড়ছেন তিনি।

নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাবার সময় কামারখালী এলাকা থেকে গাড়ি নিয়ে শোডাউন করেন সাকিব। মাগুরা শহরে নাগরিক সংবর্ধনায় যোগ দেন। এসময় তার শোডাউনের কারণে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সাকিব মাগুরায় পৌঁছালে শোডাউন করে তাকে বরণ করে নেতাকর্মী-ভক্তরা সাম্প্রতিক ছবি

বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন হিসেবে দাখিলও করেছে।

এরই পরিপ্রেক্ষিতে কমিশন চিঠি দিয়ে আচরণবিধি মানার ব্যাপারে সাকিব আল হাসানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।

এদিকে, গণসংযোগে দিনভর ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব। সকাল থেকে রাত অবদি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। চাচ্ছেন নৌকা মার্কায় ভোট। জয়লাভ করলে মানুষের পাশে থেকে মাগুরার উন্নয়নে কাজ করে যাবার প্রতিশ্রুতি দিচ্ছেন। বলছেন, মাগুরার কাছ থেকে তার পাওয়ার কিছু নেই। এখন সময় শুধু দেয়ার। সে সুযোগ তিনি বারবার চাইছেন ভোটারদের কাছে।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply