গাজায় ইসরায়েল হামলায় নিহত শতাধিক কর্মী, উদ্বেগ জাতিসংঘের

|

গাজায় হামাসকে নিশ্চিহ্ন করার নামে রীতিমতো জাতিগত নিধন শুরু করেছে ইসরায়েল। এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে আছেন এখনও বহু মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। উপত্যকায় নিহতদের মধ্যে রয়েছে একাধিক জাতিসংঘের কর্মীও। তাই নিজ প্রতিষ্ঠানের কর্মীদের মৃত্যু নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। খবর গার্ডিয়ানের।

এক বিবৃতিতে জাতিসংঘের ত্রাণসহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, এখন পর্যন্ত গাজায় জাতিসংঘের ১৪২ কর্মী নিহত হয়েছে। মূলত শরণার্থী শিবিরে অবস্থানকালে এবং ত্রাণ সহায়তা দেয়ার সময় ইসরায়েলি হামলায় মৃত্যু হয় তাদের।

কর্মীদের ওপর অব্যাহত হামলার ঘটনায় সেখানে ত্রাণ সহায়তা কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ। এ অবস্থায় কর্মীদের ওপর হামলা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় সংস্থাটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply