পাবনা করেসপনডেন্ট:
পাবনার ঈশ্বরদীতে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ও নৌকার নির্বাচনী প্রচারণার সময় বিএনপির সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী শহরের পিয়ারপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সকালে ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকরা। একই সময়ে ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে প্রথমে তর্কাতর্কি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দও পাওয়া গেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী-আটঘরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্পব কুমার গোস্বামী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এএস/
Leave a reply