অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা লি সান-কিউনকে (৪৮) মৃত অবস্থায় পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবর বিবিসির।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি পার্কের পাশে থাকা গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এ অভিনেতাকে। পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লি সান আত্মহত্যা করেছেন কিনা, তা স্পষ্ট নয়।
কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, বাড়ি থেকে বের হওয়ার আগে একটি ‘সুইসাইড’ নোট লিখেছিলেন তিনি।
গত অক্টোবর থেকে অবৈধ মাদক সেবনের অভিযোগে তদন্ত চলছিল এই অভিনেতার বিরুদ্ধে। লি দাবি করেছিলেন, তাকে মাদক সেবনে প্ররোচিত করা হয়েছিল। মাদক কাণ্ডে লি সানের নাম জড়ানোর পর টিভি সিরিজ ‘নো ওয়ে আউট’ থেকে বাদ পড়েছিলেন তিনি।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন লি সান কিয়োন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নির্মাতা ও অভিনয়শিল্পীদের মধ্যে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘প্যারাসাইট’ ২০২০ সালে অস্কারে সেরা সিনেমাসহ চারটি পুরস্কার পায়। ‘প্যারাসাইট’ ছাড়াও তার উল্লেখযোগ্য কিছু কাজ হলো– ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই লাইফ’, ‘ডক্টর ব্রেন’ ইত্যাদি।
/এএম
Leave a reply