কুয়াশায় আচ্ছন্ন দিল্লি, বাতিল হলো ১১০টি ফ্লাইট

|

ছবি: ডয়েচে ভেলে

ঘন কুয়াশার কারণে ভারতের রাজধানী দিল্লিতে দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি। শহরটিতে বাতিল হয়েছে ১১০টি ফ্লাইট। ব্যাপকভাবে ব্যাহত যান চলাচল। খবর ডয়েচে ভেলে, রয়টার্সের।

উত্তর প্রদেশে আগ্রা-লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের মধ্যে হয়েছে সংঘর্ষ। একজনের মৃত্যু ও ১২ জন আহত হয় ওই ঘটনায়।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে দিল্লিসহ আশপাশের এলাকায় ৫০ মিটার দূরত্বে নামে দৃষ্টিসীমা। ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ২৫ মিটার দূরত্বে নেমে যায় দৃষ্টিসীমা। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছায় অঞ্চলটির ২৫টি ট্রেন। ব্যারেলি সুলতানপুর হাইওয়েতে একটি বাড়িতে ঢুকে পড়ে ট্রাক। রাজধানীতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রেড অ্যালার্ট জারি হয় ভারতের উত্তরাঞ্চলে। ভারি কুয়াশায় বিপর্যস্ত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশও।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply