কমিশন সুষ্ঠু ভোট করতে প্রস্তুত, ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের: ইসি রাশেদা

|

ফাইল ছবি

গাইবান্ধা প্রতিনিধি:

নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রস্তুত। তবে ভোটারদের উৎসাহিত করে ভোটকেন্দ্রে নিয়ে আসতে প্রার্থীদেরও ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কমিশন মাঠে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বিদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে বড় ভূমিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। কারণ প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচনের কোনো মানে নাই। একই সাথে ভোটার হলো নির্বাচনের প্রাণ। ভোটার নেই মানে নির্বাচনেও প্রাণ নেই। নির্বাচনের প্রাণ হলো এই দুই অংশ।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট স্বচ্ছ হচ্ছে কিনা তা এটা তুলে ধরার দায়িত্ব আপনাদের। অপপ্রচারে লিপ্ত না হয়ে বাস্তবসম্মত সংবাদ তুলে ধরার আহ্বানও জানান নির্বাচন কমিশনার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply