শান্তর নজর এখন সিরিজ জয়ে

|

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন অধিনায়ক নাজমুল শান্ত। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও কিউইদের মাটিতে প্রথম জয় শান্ত’র অধীনেই। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটে জয় পাওয়া বাংলাদেশের একমাত্র অধিনায়ক এখন নাজমুল শান্ত। তবে এখানেই থামতে চাননা টাইগার অধিনায়ক, আপাতত চোখ পরবর্তী ম্যাচে।

নেপিয়ারে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। চার দিন আগে এই মাঠেই কিউইদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে জিতেছিল টাইগাররা। এর আগে কিউইদের মাঠে ১৮ ওয়ানডে আর ৯ টি-টুয়েন্টিতে টাইগারদের কোনো জয় ছিল না। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্প্রচারক চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেন, আজ আমরা যেভাবে খেলেছি তাতে খুব গর্বিত। রোমাঞ্চও অনুভব করছি।

টস হেরে আগে ব্যাট করতে নামা নিউ জিল্যান্ডকে মাত্র ১৩৪ রানে আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ২৬ রানে ৩ উইকেট নেন শরীফুল, ২টি করে নেন শেখ মাহেদী এবং মোস্তাফিজুর রহমান। বোলারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা দ্রুত শিখেছে। শরীফুল, তানজিম ও মেহেদী নতুন বলে খুব ভালো করেছে। মেহেদী তো এই কন্ডিশনে দারুণ বল করেছে। এটা দারুণ উইকেট। এমন দলের বিপক্ষে এই কন্ডিশনে চ্যালেঞ্জিং। তাদের অল্প রানে বেঁধে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ছেলেরা ভালো করেছে।

আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ আর নিউ জিল্যান্ড। কিউইদের মাটিতে এই প্রথমবার টাইগারদের সামনে টি-টুয়েন্টি সিরিজ জয়ের সুযোগ। তাছাড়া এই মাউন্ট মঙ্গানুইয়েই গতবছর টেস্ট জিতেছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় টি-টুয়েন্টি নিয়ে আত্মবিশ্বাসী শান্ত বলেন, দ্বিতীয় ম্যাচটা এখন খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী আছে। এখন আমাদের পরিকল্পনা করতে হবে পরের ম্যাচের জন্য এবং আশা করি, সবাই নিজেদের কাজটা করবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply