পঞ্চগড় প্রতিনিধি:
গত ২২ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাথরের সাইট থেকে পাওয়া একটি পরিত্যক্ত মর্টালশেল ধ্বংস করেছে সেনাবাহিনী।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে মর্টারশেলটি ধ্বংস করেন সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল। ধারণা করা হচ্ছে, মর্টারশেলটি মুক্তিযুদ্ধের সময়কার।
এর আগে, ২২ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরের জয় ট্রেডার্স এর একটি পাথরের সাইটে মর্টারশেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের খবরের তা উদ্ধার করে বিজিবি।
ধ্বংসের সময় সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন আছিব, এমোনিশন ব্যাটালিন অফিসার ক্যাপ্টেন ফাত্তাহ, বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এটিএম/
Leave a reply