লিড নিয়ে অস্বস্তিতে অস্ট্রেলিয়া

|

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানকে ২৬৪ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েছে অজিরা।

অজিরা ব্যাট করতে নামলে লিডের স্বস্তি মিলিয়ে যায় দমকা বাতাসে। বাতাসে সাপের মতো ছোবল মারে শাহিন শাহ আফ্রিদি ও মীর হামজা। দুজনের জোড়া আঘাতে ১৬ রানে ৪ উইকেট পড়ে কামিন্সদের। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ৪ উইকেটে ৪৬ রান। অজিদের লিড এখন ১০০। অপরাজিত রয়েছেন দুই ব্যাটার স্টিভেন স্মিথ (১০*) ও মিচেল মার্শ (২০*)।

আগের দিনের ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শুরু করে মোহাম্মদ রিজওয়ান ও আমির জামাল। রিজওয়ান আউট হন ৪২ রান করে। এরপর আমির জামাল অপরাজিত ৩৩ ও শাহিন আফ্রিদি ২১ রান করেন। প্রথম ইনিংসে ২৬৪ রানের পুঁজি পায় পাকিস্তান। অজিদের হয়ে প্যাট কামিন্স ৫ উইকেট নেন, লায়নের শিকার ৪ উইকেট।

এর আগে, প্রথম ইনিংসে ৩১৮ রান করে অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ তে এগিয়ে আছে প্যাট কামিন্সের দল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply