আরেকটি ইতিহাসের হাতছানি: দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

|

২০২২ সালের জানুয়ারি, মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল। স্বাগতিক ও অপ্রতিরোধ্য কিউইদের হারিয়ে টেস্ট জয়ের অসাধ্য সাধন করেছিল বাংলাদেশ। চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। প্রায় দুই বছর পরে আজ আরেকটি ইতিহাসের হাতছানি টাইগারদের সামনে।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই নেপিয়ারে হয়েছে ইতিহাস। নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হারিয়েছে টাইগাররা। ফলে আজ সিরিজ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

আরও পড়ুন: লিটনের ব্যাটে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নেপিয়ারের চেয়ে বাতাস বেশি থাকে মাউন্ট মঙ্গানুইয়ে। ফলে দাপট চলবে পেস, বাউন্স ও সুইংয়ের। এই ভেন্যুতেই টেস্ট জিতে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন পেসার এবাদত হোসেন। কী আগুনে বোলিংই না করেছিলেন তিনি!

তবে আজকের ম্যাচের আগে মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনের সুযোগ পায়নি টাইগাররা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের জন্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে টাইগারদের উৎসবের আয়োজনে বাদ সাধতে পারে বেরসিক বৃষ্টি।

এদিকে টানা দুই হারে বিপর্যস্ত নিউজিল্যান্ড শিবির ঘুরে দাড়াতে চায় মাউন্ট মঙ্গানুইয়ে। সেখানকার ভিন্ন উইকেটের পূর্ণ ফায়দা নিতে প্রস্তুত কিউইরা।

/এমএইচ


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply