ঝিনাইদহে মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

|

সংবাদ সম্মেলনে কথা বলছেন মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহে এক মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম রাশিদুল্লাহ। তিনি হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন জানান, শুক্রবার সকালে হরিনাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে যান তিনি। এ সময় ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক রাশিদুল্লাহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেন তিনি কাজ করছেন তা জানতে চান ওই আওয়ামী লীগ নেতা। বিষয়টি অস্বীকার করলে তাকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তাহাজ উদ্দিনের সাথে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, জানে আলম, আব্দুল ওহাবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply