মাদ্রিদে কুকুরের পদযাত্রা

|

ছবি: রয়টার্স

প্রাণী নির্যাতন বন্ধে শহরজুড়ে হলো কুকুরের পদযাত্রা! শনিবার (৩০ ডিসেম্বর) ভিন্নধমী এ আয়োজন হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদে। খবর রয়টার্সের।

পোষ্যদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এ পদযাত্রার উদ্যোগ নেয় একটি প্রাণী অধিকার সংগঠন। এদিন পোষা কুকুর নিয়ে র‍্যালিতে অংশ নেন কয়েকশ’ মালিক। পোষ্যদের বর্ণিল পোশাকে সাজিয়ে আনা হয় সেখানে। মূলত এর মাধ্যমে প্রাণীদের বেওয়ারিশ হিসেবে ছেড়ে না দেয়ার আহ্বান জানান তারা। একইসাথে দত্তক নেয়ার প্রক্রিয়ার বিষয়েও সাধাণ মানুষকে সচেতন করেন।

উল্লেখ্য, প্রতিবছরই ডিসেম্বরের শেষে এ আয়োজন হয় মাদ্রিদে। বিগত কয়েক বছর ধরে হয়ে উঠেছে নববর্ষ পালনের ঐতিহ্য।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply