স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জের দেবপাড়া গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শাহেদ বলেন, হবিগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়ন দাখিল করি। পরে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করে আমাকে ট্রাক প্রতীক দেয়া হয়। বর্তমানে শারীরিক অসুস্থতা, আমার বড় ভাইয়ের মেয়ে, আমার এক ভাই ও বীর মুক্তিযোদ্ধা মামার মৃত্যুতে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ফলে শারীরিক ও মানসিক ভাবে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। তাই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
প্রসঙ্গত, গাজী মোহাম্মদ শাহেদ হবিগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এর ছোট ভাই। গাজী মোহাম্মদ শাহনওয়াজ এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে ওই আসনে মনোনয়ন দেয়া হয় ডা. মুশফিক হুসেন চৌধুরীকে। পরে জাতীয় পার্টির প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবুকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ।
এএস/
Leave a reply