ভোটের পরে প্রার্থীদের হলফনামা যাছাইয়ের ইঙ্গিত দিলো দুদক

|

দ্বাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের দেয়া হলফনামা যাচাইবাছাই করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

সোমবার (১ জানুয়ারি) দুদক কার্যালয়ে এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন তিনি।

প্রার্থীদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। নির্বাচনটা শেষ হোক। নির্বাচন শেষে প্রার্থীদের সম্পদের হিসাবের সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ আছে আমাদের।

পরে ৩ জনকে তিন ক্যাটাগরিতে এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ তুলে দেয়া হয়। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবু, অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মাই টিভির মাহবুব সৈকত পুরস্কার পেয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুদক কমিশনার মো. জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেনও উপস্থিত ছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply