বিদেশি পর্যবেক্ষকদের আচরণে বোঝা যায়, কেউ কেউ অসন্তুষ্ট: ইসি আনিছুর

|

মুখে না বললেও বিদেশি পর্যবেক্ষকদের কথা ও আচরণে বোঝা যায়, কেউ কেউ অসন্তুষ্ট। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব পর্যবেক্ষণ করছে। ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তাই কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেয়া যাবে না।

নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশনের লক্ষ্য অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। তাই যখন যা দরকার তা অবশ্যই করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কেউ অযাচিত হয়ে কাউকে আটক না করে সেদিকে খেয়াল রাখার কথা জানান তিনি। ইসি আনিছুর বলেন, নিরাপত্তার স্বার্থে প্রায় সব কেন্দ্রে এবার সকালে ব্যালট পৌঁছাবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply