দ্বাদশ জাতীয় নির্বাচন: সারাদেশে আজ থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (৩ জানুয়ারি) থেকে সারাদেশে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে কাজ করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা।

গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরবর্তী সময়ে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সহায়তা করবে। প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করবেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী ৬২ জেলায় নিয়োজিত থাকবে। উপকূলীয় দুটি জেলা ভোলা ও বরগুনাসহ মোট ১৯টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।

এছাড়া সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় ৪টি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে। বাংলাদেশ বিমানবাহিনী হেলিকপ্টারযোগে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোয় প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply