হামাস নেতা সালেহ আল আরৌরির হত্যাকারীরা উপযুক্ত শাস্তি পাবে। বৈরুতে ইসরায়েলি সার্জিক্যাল স্ট্রাইকের পর তেল আবিবকে এই হুমকি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রতিশোধ নিতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে যোদ্ধারা। এসব কর্মকাণ্ড চালিয়ে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের ফ্রন্টলাইনকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে হিজবুল্লাহ।
এরইমধ্যে এ ঘটনার জেরে পূর্বাঞ্চলের সীমান্তে ইসরায়েলি সেনাদের ওপর হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এ হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলেও জানায় তারা।
এদিকে, বৈরুতে হামাসের অবস্থানে হামালার ঘটনাকে লেবাননের সার্বভৌমত্বের ওপর হামলা হিসেবে আখ্যা দিয়েছে সরকার। দেশটির দাবি, গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করার ঘোষণা দিয়েছে তারা।
\এআই/
Leave a reply