৫ জানুয়ারি কমনওয়েলথ প্রতিনিধিদের সাথে আ. লীগের বৈঠক: ওবায়দুল কাদের

|

নির্বাচনে ১১ দেশের ৮০ জন পর্যবেক্ষক আসছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ৫ জানুয়ারি কমনওয়েলথের প্রতিনিধিদের সাথে আওয়ামী লীগের প্রতিনিধিদল বৈঠক করবে বলেও জানান তিনি।

বুধবার (৩ জানুয়ারি) ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী দায়িত্ব পালন করছেন। আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে কমিশন। সেখানে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আমরা যেকোনো অবস্থায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।

এ সময় বিএনপি জামাত আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলটি ব্যর্থতার চোরা বালিতে আটকে গেছে। এখান থেকে তারা বের হতে পারছে না। তাদের নাশকতার কর্মসূচি জনগণ অগ্রাহ্য করেছে।

নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ৪ তারিখ লিফলেট বিতরণের পর বিএনপি খারাপ কিছু করতে পারে, তাই সতর্ক অবস্থানে আছে আওয়ামী লীগ। নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply