ডিসেম্বরেও কমেছে রফতানি আয়

|

টানা তৃতীয় মাসের মতো ডিসেম্বরে রফতানি আয় কমেছে। বিভিন্ন দেশে গেছে ৫৩১ কোটি ডলারের পণ্য। যা আগের বছর একই সময়ের চেয়ে প্রায় দেড় শতাংশ কম। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবশেষ প্রতিবেদনে মিলেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে রফতানি আয়ের লক্ষ্য ছিল ৫৬২ কোটি ডলার। সে তুলনায় মাসটিতে রফতানি কম হয়েছে সাড়ে ৫ শতাংশ। আর চলতি অর্থবছরের জুলাই–ডিসেম্বর মেয়াদে ২ হাজার ৭৫৪ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় মাত্র দশমিক আট চার শতাংশ বেশি।

জুলাই-ডিসেম্বরে পোশাক রফতানি হয়েছে ২ হাজার ৩৩৯ কোটি ডলারের। এর মধ্যে নিটওয়্যারে প্রবৃদ্ধি ১ দশমিক সাত দুই শতাংশ এবং ওভেনে সাড়ে ৬ ভাগ।

এদিকে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে, অর্থনীতি বর্তমানে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন। তবে নতুন বছরেই পরিস্থিতি বদলাবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply