পিরোজপুরে নির্বাচনী প্রচারণায় হামলা, নিহত ১

|

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনের প্রচারনাকালে আওয়ামী লীগ সমর্থনকারীদের উপর স্বতন্ত্র সমর্থনকারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১ জন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর পঞ্চাইত (৬০)। তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।

তিনি পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের (কলার ছড়ি) সমর্থক বলে জানা গেছে।

নিহতের ভাইয়ের ছেলে ও স্থানীয় চৌকিদার শাহ আলম জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় জাহাঙ্গীরকে।

এরপর স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply