রংপুরে ৮ হাজার ভোটকেন্দ্রে ৩ স্তরের নিরাপত্তা

|

রংপুর বিভাগের ৪ হাজার ৬৬৮টি ভোটকেন্দ্র তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন। এর মধ্যে প্রায় ২ হাজার কেন্দ্র গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে রংপুর পুলিশ লাইন্স মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান এই পুলিশ কর্মকর্তা।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় ভোট কেন্দ্রের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমকে আহ্বান জানান ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন।

এর আগে রংপুর জেলার কেন্দ্রগুলোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর ভালো আচরণের মাধ্যমে ভোটগ্রহণ নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply