নির্বাচন একটা গেম, এতে হেরে গেছি : মাহিয়া মাহি

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, কিছুটা তো মন খারাপ থাকবেই। কারণ, গেমে আমি হেরে গেছি। তবে যেকোনো অবস্থার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম আমি।

সোমবার (৮ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক ভিডিওবার্তায় এ মন্তব্য করেন তিনি।

মাহিয়া মাহি বলেন, যদিও আমি অনেক কম ভোট পেয়েছি কিন্তু নারী হয়ে নতুন অবস্থায় যে ভোট করেছি, তার প্রশংসা করা উচিত। তিনি বলেন, ইশতেহারে কর্মসংস্থানের যে ঘোষণা দেয়া হয়েছিল, তা আমি কতটা করতে পারব, জানি না। কারণ, এ বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেয়া চ্যালেঞ্জিং। তবে তিনি চেষ্টা করবেন বলে জানান।

ঢাকাই সিনেমার এই নায়িকা আরও বলেন, কেউ আমার কর্মী-সমর্থকদের কোনো প্রকার বিরক্ত করবেন না। এছাড়াও মাহি বিজয়ী প্রার্থীকে এই অঞ্চলের রাস্তাঘাট ও পানির সমস্যার প্রতি নজর দেয়ার পরামর্শ দেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসনে ৯ হাজার ৯ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। আসনটিতে নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে মোট বৈধ ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ১২ হাজার ২৯৬ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৪৯৭টি।

উল্লেখ্য, নির্বাচনে কাস্ট হওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগের কম বা শতকরা হিসেবে সাড়ে বারো শতাংশ ভোটের কম ভোট কোনো প্রার্থী পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সেি হিসেবে মাহিয়া মাহি পেয়েছেন আট ভাগের এক ভাগেরও কম অর্থাৎ ৪.২৫ শতাংশ ভোট।

আরএইচ/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply