মেহেরপুরে বিজয় মিছিলে সংঘর্ষ, আহত ২০

|

মেহেরপুরে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৯ জানুয়ারি) রাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে এ সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের অন্তত ২০ জন কর্মী-সমর্থক আহত হয়।

আহতরা হলেন, আহতরা হলেন, আনন্দবাস গ্রামের কিয়ামত আলীর ছেলে সাবেক ইউপি সদস্য ফেরদোস আলী, আল মাজুল মোল্লার ছেলে আকাশ, মৃত বক্স বিশ্বাসের ছেলে টুকু বিশ্বাস, সিরাজুল ইসলামের ছেলে হাসিব, আলতাব হোসেনের ছেলে অন্তর, ফজলু মোল্লার ছেলে আব্দুল হামিদ, মৃত জিরোত আলীর ছেলে আশরাফুল ইসলাম, মৃত ওসমানের ছেলে আয়াত আলী, নঈমুদ্দীন মোল্লার ছেলে নাহিদুল ইসলাম, আয়ূব হোসেনের ছেলে নাহিদুল ইসলাম, ওয়াজ কুরুনির ছেলে পিয়াস, মৃত শওকত আলীর ছেলে আলী ইয়াছিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-১ আসনের বিজয়ী প্রার্থী ফরহাদ হোসেনের সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দীন বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে সেখানে স্লোগান দিতে থাকে বিজয়ী প্রার্থীর সমর্থকরা। একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply