রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে নিহত ৪

|

সোমবার ইউক্রেনে ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ছবি: রয়টার্স

ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখেছে রাশিয়া। গেল ২৪ ঘণ্টায় দেশজুড়ে অর্ধশতাধিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। গুরুতর আহত আরও ৪৫ বাসিন্দা। খবর আল জাজিরার।

সেনাবাহিনী জানায়, এদিন বিভিন্ন প্রদেশে সামরিক-বেসামরিক স্থাপনা টার্গেট করে ৫১টি ব্যালিস্টিক মিসাইল ও আটটি ড্রোন রকেট নিক্ষেপ করে পুতিন বাহিনী। যার মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র ও সবগুলো ড্রোন ভূপাতিত করার দাবি তাদের।

সোমবার (৮ জানুয়ারি) ক্রিভি রিহ শহরে একটি শপিং মলে হামলায় একজন নিহত হয়। এছাড়া, খেরসন ও খেমেলনিতস্কি প্রদেশে প্রাণ হারিয়েছেন আরও তিন জন। এদিন খেরসনে রুশ বাহিনী অন্তত ১৩১টি গোলাবর্ষণ করেছে বলে দাবি প্রশাসনের।

এদিকে, হামলা প্রতিহতের পাশাপাশি সীমান্তবর্তী রুশ ভূখণ্ডে পাল্টা আগ্রাসন চালাচ্ছে কিয়েভ। বেলগোরোদে ১০টি ও ব্রায়ানস্কে দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। আতঙ্কে এলাকা ছাড়ছে রুশ বাসিন্দারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply