কুমিল্লায় কলেজছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর কলেজ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মীম আক্তার। সে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং তিতাস উপজেলার লালপুর গ্রামের বিল্লাল সরকারের মেয়ে।

এছাড়া, এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, কলেজছাত্রী মীম রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপ ভ্যান ও পরে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মীমের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। এসময় ফুটওভার ব্রীজ নির্মাণের দাবি জানায় তারা। পরবর্তীতে, উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহিনুর ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply