লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধের প্রস্তাব পাস জাতিসংঘের

|

লোহিত সাগরে অবিলম্বে হুতিদের হামলা বন্ধে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বুধবার (১০ জানুয়ারি) এ ইস্যুতে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে, হুতিদের ছিনতাই করা ইসরায়েলি জাহাজ ‘গ্যালাক্সি লিডার’কে ছেড়ে দেয়ার আহ্বানও জানানো হয়। খবর রয়টার্সের।

গত ১৯ নভেম্বরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ২৫ জন ক্রুসহ জাহাজটি ছিনতাই করে ইয়েমেনের গোষ্ঠীটি। নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৫ সদস্য দেশের মধ্যে ১১ দেশ সমর্থন দিয়েছে। ভেটো ক্ষমতাধর রাশিয়া ও চীনসহ চারদেশ ভোটদানে বিরত ছিল। তবে কোনো দেশ বিপক্ষে অবস্থান নেয়নি।

প্রস্তাবে জাতিসংঘের সদস্য দেশগুলোর আন্তর্জাতিক আইন মেনে লোহিত সাগর ও এডেন উপসাগরে হামলা থেকে নিজেদের জাহাজ রক্ষার অধিকারের কথাও উল্লেখ করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply