গাজীপুরের টঙ্গী এলাকার বাসের টিকেট কাউন্টারম্যান ফারুক হত্যার মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, টঙ্গী এলাকার একটি বাসের কাউন্টার ম্যানেজার নিজাম উদ্দিন নামের একজনের সঙ্গে একই বাসের কাউন্টারম্যান ফারুকের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গেল ৮ জানুয়ারি ফারুককে ডেকে নিয়ে নিজাম ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ সময় অভিযুক্তরা তার চোখ উপড়ে ফেলে। পরে ঢাকা এক্সপ্রেস নামের একটি খালি বাসে করে নিয়ে রুপগঞ্জের এশিয়ান হাইওয়ের পাশে ফেলে দেয়।
পরে অনেক খোঁজাখুঁজির পর ফারুককে না পেয়ে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। ঘটনার পরদিন স্থানীয়রা একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে র্যাব খবর দেয়। উদ্ধারের পর লাশটি ফারুকের বলে সনাক্ত করে পরিবারে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামল দায়ের করে।
এটিএম/
Leave a reply