মন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে বায়ু দূষণ প্রতিরোধে গুরুত্বারোপ করে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এখন বাস্তবায়নের সময়। বায়ু দূষণ প্রতিরোধের পাশাপাশি বন সংরক্ষণ করতে হবে। আর টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে।
রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের প্রথম কার্যদিবসে গিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সংবিধানের সংরক্ষণ ও সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, দলের নির্বাচনী ইশতেহার মেনে যে বিষয়গুলো পরিবেশের সাথে আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনটরিং করার কথাও বলেন তিনি। এছাড়াও, কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের কাজের স্বার্থে যা দরকার সেটাই করবো।
কাজের দিক থেকে তার মন্ত্রণালয়কে প্রথম বানাবেন জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতার সাথে কাজ করবো। এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেবো না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।
এমএইচ/এটিএম
Leave a reply