যুদ্ধের ১০০তম দিনে কী হারালো ফিলিস্তিন-ইসরায়েল?

|

পশ্চিম তীরের প্রবেশপথে ইসরায়েলি পতাকাকে সরিয়ে দিচ্ছে একটি কাক। ছবি: আরব নিউজ।

ইসরায়েল-হামাস যুদ্ধ পৌঁছেছে ১০০ তম দিনে। চলমান সংঘাত দু’দেশের ইতিহাসে বিগত দশকগুলোর তুলনায় সবচেয়ে রক্তক্ষয়ী এবং সবচেয়ে ধ্বংসাত্মক।

অ্যাসোসিয়েটেড প্রেস, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, ইসরায়েলি কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, যুদ্ধের বিধ্বংসী সংখ্যার দিকে এক নজরে;

মৃতের সংখ্যা:

গাজায় ফিলিস্তিনি নিহত: কমপক্ষে ২৩ হাজার ৮৪৩ জন।

হামাসের আক্রমনে ইসরায়েলি নিহত: কমপক্ষে ১৩০০ জন।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নিহত: ৩৪৭ জন।

গাজায় ধ্বংসযজ্ঞ:

গাজার ভবন ক্ষতিগ্রস্ত/ধ্বংস: ৪৫-৫৬ শতাংশ

গাজার হাসপাতাল আংশিকভাবে কাজ করছে: ৩৬টির মধ্যে মাত্র ১৫টি সচল রয়েছে।

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা বিপর্যয়কর ক্ষুধা ও অনাহার সম্মুখীন: ৫ লাখ ৭৬ হাজার।

গাজায় স্কুল ভবন ক্ষতিগ্রস্ত: ৬৯ শতাংশের বেশি

ক্ষতিগ্রস্ত মসজিদ: ১৪২ টি।

ক্ষতিগ্রস্ত গীর্জা: ৩ টি।

ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স: ১২১ টি।

স্কুলের বাইরে ছাত্র-ছাত্রী হতাহতের সংখ্যা: ৬ লাখ ২৫ হাজার।

আহতের সংখ্যা:

গাজায় : ৬০ হাজার ৫ জন।

অধিকৃত পশ্চিম তীরে : ৪,০০০ এর বেশি

মোট ইসরায়েলি আহত: ১২ হাজার ৪১৫ জন।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি সৈন্য আহত: ২ হাজার ৪৯৬ জন।

স্থল আক্রমণে আহত ইসরায়েলি সৈন্য: ১,০৮৫

স্থানচ্যুত ফিলিস্তিনিদের সংখ্যা:

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি: ১৮ লাখ

উত্তর ও দক্ষিণ সীমান্ত থেকে বাস্তুচ্যুত ইসরায়েলি: ২ লাখ ৪৯ হাজার ২৬৩ জন।

পশ্চিম তীরে ফিলিস্তিনি বাস্তুচ্যুত: ১২শ’ ৮ জন।

বন্দীদের সংখ্যা:

৭ অক্টোবর হামাস কর্তৃক বন্দী: প্রায় ২৫০ জন

মুক্তিপ্রাপ্ত বন্দী: ১২১ জন

এখন পর্যন্ত হামাসের বন্দিদশায় নিহত: ৩৩ জন।

যুদ্ধে সপ্তাহব্যাপী বিরতির সময় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি: ২৪০ জন।

যুদ্ধাস্ত্র:

গাজায় ফেলা হয়েছে: ২৯ হাজার বোমা, গোলাবারুদ এবং শেল।

ইসরায়েলের দিকে রকেট উৎক্ষেপণ: ১৪ হাজার।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply