নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম, শাহিদুজ্জামান পলাশ ওজি (৩৫)। তিনি ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত কয়েকবছর আগে পলাশ সৌদি আরব থেকে দেশে আসে। বর্তমানে সে অন্য আরেকটি দেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল। এছাড়া, সে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইঁয়া মানিকের কর্মী ছিলেন। নির্বাচনের দিন একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বেও ছিল পলাশ। তবে এ হত্যাকাণ্ড নির্বাচনী সহিংসতা নাকি অন্য কোনো ইস্যু তা তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি পুলিশ।
নিহতের পরিবার জানায়, পলাশ একটি মুরগির খামার দেখাশোনা করতো। শনিবার বিকেলে সে একা খামারে ছিল। রাত ৮টার দিকে স্ত্রীকে জানায় একটি পার্টিতে গিয়ে রাতে বাড়ি ফিরবে সে। পরে রাত ১০টার দিকে স্থানীয়রা ঘরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
আরএইচ/এটিএম
Leave a reply