তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী এবং চীনবিরোধী নেতা উইলিয়াম লাই চিং তে। শনিবার (১৪ জানুয়ারি) দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, জয়ের পরপরই গণতন্ত্রের পাশে দাঁড়ানোর এবং তাইওয়ানকে চীনের ভীতি প্রদর্শন থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন লাই।
এবারের নির্বাচনে লাইয়ের অপর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন তাইওয়ানের সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি) পার্টির হউ ইউ ই এবং তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) নেতা কো ওয়েন-জে।
নির্বাচন কমিশনের সরকারি তথ্যানুসারে, ৪০.১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লাই। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হউ ইউ ই পেয়েছেন ৩৩.৫ শতাংশ ভোট ।
\এআই/
Leave a reply