বর্ণবাদ নিয়ে সচেতনতায় স্পেনের সাথে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

|

ফাইল ছবি

বর্ণবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে স্পেনের সাথে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৬ মার্চ সান্তিয়াগো বার্নাব্যু’তে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

বর্ণবাদের বিরুদ্ধে সবসময়ই শক্ত অবস্থানে থাকে ব্রাজিল। লা লিগায় গত মৌসুমে বেশ কয়েকবার দর্শকদের উগ্র আচরণের শিকার হন ভিনিসিয়াস জুনিয়র। এমন ঘটনায় প্রতিবাদ জানায় দেশটির ফেডারেশন থেকে শুরু করে সাবেক-বর্তমান ফুটবলাররা। যা তোলপাড় ফেলে পুরো ফুটবল বিশ্বে। এই ঘটনার পর দোষী সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞার পাশাপাশি গুণতে হয় অর্থ জরিমানাও।

স্পেন ম্যাচ দিয়ে ব্রাজিল কোচ হিসেবে ডাগআউটে অভিষেক হবে দরিভালের। ২০১৩ কনফেডারেশনস কাপে সবশেষ ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply