দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও আর্জেন্টিনার ডাগ আউটেই থেকে যাচ্ছেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা পর্যন্ত তার অধীনেই দল থাকছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে মুন্ডো আলবিসেলেস্তে।
চীনে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়ার সাথে বৈঠকের পর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন স্কালোনি। তবে ফেডারেশন থেকে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে হারানোর পর তৈরি হয় ধোঁয়াশা। ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেন লিওনেল স্কালোনি।
/এএম
Leave a reply