মাশরাফীকে ছাড়া অনুশীলন শুরু করলো সিলেট

|

ছবি: সংগৃহীত

অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে ছাড়াই বিপিএলের প্রস্তুতি শুরু করলো সিলেট স্ট্রাইকার্স। বেন কাটিং, বেনি হাওয়েল, হ্যারি টেকটরের মতো পরীক্ষিত বিদেশি অলরাউন্ডারদের পুরো আসর জুড়ে পাওয়াটা- বড় শক্তি বলে জানিয়েছেন সিলেটের কোচ রাজিন সালেহ।

বিপিএলের দশম আসরকে সামনে রেখে মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে অনুশীলন শুরু করলো গেল আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। প্রথমদিনের অনুশীলনে ছিলেন না অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভোটের মাঠে ব্যস্ত সময় পার করে টানা দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়া ম্যাশ দ্রুতই যোগ দেবে দলের সাথে প্রত্যাশা ম্যানেজমেন্টের।

গতবার ফাইনাল খেলা সিলেট মাশরাফীর নেতৃত্বে এবারও কাটাতে চায় সফল এক আসর। গেল আসরের স্টার পারফরর্মার শান্ত থাকলেও ডেরা ছেড়েছে তাওহীদ হৃদয়। হৃদয়ের জায়গায় এবার ইয়াসির আলী রাব্বিকে দিয়ে পুরণ করতে চায় সিলেট। দলে নামের বিচারে বড় কোন বিদেশী তারকা না থাকলেও বেনি হাওয়েল, বেন কাটিং, হ্যারি টেকটন, সামিত প্যাটেলের মতো পরীক্ষিত বিদেশীদ অলরাউন্ডার থাকবে পুরো আসর জুড়ে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ বলেন, এখনও পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফীকেই ধরে রেখেছি। সহ-অধিনায়কের ব্যাপারটা নিয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেয়নি। কালকের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে নেব। বিদেশি প্লেয়ার যারা আছেন তারা কালকে অনুশীলনে যোগ দেবেন। রাতের মধ্যে বেশ কয়েকজন প্লেয়ার আসবে। দু’জন প্লেয়ার আমাদের ম্যাচের দিন আসবে।

তিনি আরও বলেন, সিলেট দলে যারা খেলেছে অনেক প্লেয়ার ছিল যারা জিরো থেকে হিরো হয়েছে। তাওহীদ হৃদয় হিরো হয়ে বাংলাদেশ দলে গিয়েছে। আমাদের শান্ত ধারাবাহিক পারফরম্যান্স করছে। সে বাংলাদেশের অধিনায়ক হয়েছে। আমাদের কিছু জাতীয় দলের ক্রিকেটার আছে। ইয়াসির রাব্বি আছে, মিঠুন আলী আছে। আমাদের আশা থাকবে তারাও কামব্যাক করবে। বাংলাদেশ দলকেও প্রতিনিধিত্ব করবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply