সেন্টমার্টিন দ্বীপের শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সেন্টমার্টিন বিওপি এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি সৈনিকদের সাথে কুশল বিনিময় ও আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।
এছাড়া, গতকাল বুধবার কক্সবাজারের মায়ানমার সীমান্তে পালংখালী এবং ঘুমধুম বিওপিও পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি বিওপির প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শন করেন। এছাড়া, সীমান্তে অনুপ্রবেশ ও মাদক পাচার রোধসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদেরকে সতর্ক থাকার নির্দেশনা দেন।
এ সময় কক্সবাজারের রিজিয়ন কমান্ডার, রামুর সেক্টর কমান্ডারসহ বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/আরএইচ
Leave a reply